পিল খাওয়া বন্ধ করার নিয়ম - ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম

পিল খাওয়া বন্ধ করার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। অনেক মহিলা আছে যারা জানেনা ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম এবং পিল খাওয়া বন্ধ করার নিয়ম। তাই যারা জানেন না তারা জেনে নিন আজকের আর্টিকেলের মাধ্যমে পিল খাওয়া বন্ধ করার নিয়ম এবং আরো অনেক কিছু বিষয়ে।
পিল খাওয়া বন্ধ করার নিয়ম

পেজ সূচিপত্রঃ পিল খাওয়া বন্ধ করার নিয়ম, ২১ দিনের পিল খাওয়ার নিয়ম, ২৮ দিনের পিল খাওয়ার নিয়ম, ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম, ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়, মিনিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়, পিল খাওয়ার পর মাসিক না হলে করণীয় কি? এই সকল বিষয়ে আলোচনা করা হবে তাই যারা এ সকল বিষয়ে জানতে চান তারা পুরো আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

পিল খাওয়া বন্ধ করার নিয়ম 

পিল খাওয়া হয় মূলত জন্ম নিয়ত্রণ করার জন্য। কিন্তু কোনো নারী যদি সন্তান নিতে চান তাহলে তাকে এই পিল খাওয়া বন্ধ করতে হবে। পিল খাওয়া বন্ধ করার বিশেষ কোনো নিয়ম নাই আপনি যখন তখন থেকে পিল খাওয়া বন্ধ করে দিতে পারেন। 

আর পিল খাওয়া বন্ধ করে দেওয়ার পর যদি সহবাস করা হয় তাহলে গর্ভে সন্তান আসবে। অনেক নারী রয়েছে প্রতিনিয়ত এই গর্ভনিরোধোক পিল খেয়ে থাকে যা পরবর্তীতে ক্ষতির কারণ হতে পারে। আশা করছি জানতে পারলেন পিল খাওয়া বন্ধ করার নিয়ম। 

২১ দিনের পিল খাওয়ার নিয়ম 

জন্ম নিয়ন্ত্রণ পিল মূলত ২১ দিনের এবং ২৮ দিনের হয়ে থাকে। ২১ দিনের পিল খাওয়ার নিয়ম হলো যেদিন থেকে মাসিক শুরু হবে সেদিন থেকে প্রতিদিন বা ২১ দিন একটা করে খেতে হবে। এর পর কয়েকদিন বিরতি দিয়ে আবার ১থেকে ২১ দিন পযর্ন্ত খেতে হবে।

মাসির শুধু থেকে ২১ দিন মনে রাখার চেষ্টা করবেন। এভাবে যদি খেতে পারেন তাহলে ভালো কাজ করবে পিল এ আর এভাবে না খেতে পারলে কাজ নাও করতে পারে। 

২৮ দিনের পিল খাওয়ার নিয়ম 

ওপরে আমরা জানতে পেরেছি পিল খাওয়া বন্ধ করার নিয়ম এবং নিচে আপনাদের জানাবো ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম। কিন্তু তার আগে এই অংশে আপনারা জেনে নিন ২৮ দিনের পিল খাওয়ার নিয়ম। পিল খাওয়ার নিয়ম মূলত ২১ দিনের এবং ২৮ দিনের হয়ে থাকে। ২৮ দিনের নিয়ম হলো।

২১ দিনের আর ২৮ দিনের মূলত একই নিয়ম। মাসিক এর তৃতীয় দিন থেকে বা পঞ্চম দিন থেকে পিল খাওয়া শুরু করবেন এভাবে প্রতিদিন পিল খেতে হবে এভাবে ২৮ দিন খাওয়ার পর বাদ রাখা যাবে। অনেকে ভেবে থাকেন এই ২৮ দিনের পরে পিল না খেয়ে সহবাস করলে গর্ভে সন্তান আসবে না এটা একেবারে ভুল। ২৮ দিন পার হয়ে গেলেও সহবাস করতে গেলে প্রোটেকশন নিয়ে সহবাস করতে হবে নইতো গর্ভে সন্তান চলে আসার সম্ভাবনা থাকে। আর মাসিক চলাকালিন সময় সহবাস করা হারাম। তাই এই সকল নিয়ম মেনে সব কাজ করবেন। 

ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম 

অনেক মহিলা রয়েছে যারা ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম জানে না। তাই তাদের জানানোর জন্য এই অংশে বলবো ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম। তাহলে চলুন আজকের আর্টিকেলের এই অংশ থেকে জেনে নিন ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম সম্পর্কে। 

ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম হলো প্রতিদিন একটি নিদিষ্ট সময়ে পানি দিয়ে একটি করে ট্যাবলেট খাবেন। ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম ব্রেডিকন পিল এর পিছনে লিখে দেওয়া থাকে সেই নিয়ম অনুযায়ী খাবেন। অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তাহলে আরো বেশি ভালো হবে। 

ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয় 

গর্ভনিরোধক পিল হিসেবে সবচেয়ে ভালো হলো ফেমিকন। আমাদের দেশের লক্ষ লক্ষ বা কোটি কোটি নারী এই ফেমিকন পিল খেয়ে থাকে জন্ম নিয়ন্ত্রণ করতে। তবে অনেকে জানতে চেয়ে থাকেন ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়। প্রথম মাসিকের দিন থেকে পিল খাওয়া শুরু করলে এবং নিয়মিত খেতে থাকলে পরবতী ১৫ বা ১৪ দিন পর মাসিক হওয়ার সম্ভাবনা থাকে। 

মিনিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়

পিল খাওয়া বন্ধ করার নিয়ম সম্পর্কে ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন। কিন্তু অনেকে জানেন না মিনিকল পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়। তাই এখন এই অংশে বলবো মিনিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়।

মিনিকল পিল হলো একটি সল্প মেয়াদি পিল যেটি নিয়মিত খেলে মাসিক হবে না তবে ২১ বা ২৮ দিন খাওয়ার পরে কয়েকদিন বিরতি নিলে তখন মাসিক হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে না তাই একেবারে জোর দিয়ে বলা যাচ্ছে না। আশা করছি বুঝতে পারলেন মিনিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়। 

পিল খাওয়ার পর মাসিক না হলে করণীয়

পিল খাওয়া বন্ধ করার নিয়ম জানছেন তেমনি পিল খাওয়ার পর মাসিক না হলে করণীয় কি তা জানা প্রয়োজন। অনেক সময় অনেক মেয়েদের পিল খাওয়ার পর মাসিক হয় না তখন তারা খুবই চিন্তার ভিতর পড়ে যায়। কারো যদি পিল এর সঠিক ভাবে ডোজ শেষ করার পর মাসিক না হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। 

সেজন্য পিল খাওয়ার পর কিছুদিন অপেক্ষা করুন যদি মাসিক না হয় তাহলে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন। এবং তিনি যেটা করতে বলে সেটা করুন অবহেলা করবেন না। আশা করছি আজকের পোস্ট থেকে আপনারা জানতে পারলেন পিল খাওয়া বন্ধ করার নিয়ম এবং পিল খাওয়ার পর মাসিক না হলে করণীয় কি? 

পিল খাওয়া বন্ধ করার নিয়ম - ব্রেডিকন পিল খাওয়ার নিয়মঃ শেষ কথা  

আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন পিল খাওয়া বন্ধ করার নিয়ম,  ২১ দিনের পিল খাওয়ার নিয়ম, ২৮ দিনের পিল খাওয়ার নিয়ম, ব্রেডিকন পিল খাওয়ার নিয়ম,  ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়, মিনিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়, পিল খাওয়ার পর মাসিক না হলে করণীয় কি এই সকল বিষয়ে। আশা করছি এ সকল বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন। এ সকল বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবং এরকম আরো আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url