মুখের জড়তা দূর করার দোয়া - মুখের জড়তা দূর করার ঔষধ

আমাদের অনেকের কথা বলতে গেলে জড়তা হয়। যাদের এরকম সমস্যা আছে তাদের মুখের জড়তা দূর করার দোয়া পড়া বা মুখের জড়তা দূর করার ঔষধ নেওয়া উচিত। মুখের জড়তা দূর করার দোয়া এবং তোতলামি দূর করার ঔষধ জানতে নিচে পড়ুন। আমরা মুখের জড়তা দূর করার দোয়া ও বাচ্চাদের মুখের জড়তা দূর করার উপায় এই পোস্টে আপনাদের জানাবো। 

সূচিপত্রঃ আমাদের জীবনের সবকিছু যা সর্বশক্তিমান আল্লাহ আমাদের জন্য সিদ্ধান্ত নেয় নিখুঁত এবং ভারসাম্যপূর্ণ ভাবে। কথা বলতে গেলে আমাদের অনেকের এই জড়তার সমস্যা আছে। এটার ও সমাধান আল্লাহ আমাদের দিয়েছেন। আজ আমরা এই পোস্ট থেকে আপনারা মুখের জড়তা দূর করার দোয়া এবং তোতলামি দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানাবো।

মুখের জড়তা দূর করার দোয়া

আপনি আপনার মনের ভিতর যে আবেগ অনুভব করছেন তা যদি আপনি নিজে বুঝতে পারেন এবং অন্যকে বুঝাতে পারেন তাহলে মানুষ কখন আপনাকে কেউ ভুল বুঝতে পারবে না।

আপনি যেখানেই কাজ করতে যাবেন আপনি যদি সুন্দর ভাবে কথা বলতে না পারেন তাহলে দাম থাকে না। অনেকে আছে যারা গুছিয়ে কথা বলতে পারেনা বা কথা বলার সময় বার বার আটকে যায়।

এই সমস্যার সমাধান করার জন্য আল্লাহ কোরআন এ একটা দোয়া দিয়েছে। মুখের জড়তা দূর করার দোয়া হলঃ "রাব্বিশ রাহ লি সাদরী ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিলি সানি ইয়াফকাহু কওলি" যার অর্থ হল - হে আমার প্রভু আমার জন্য আমার হৃদয় প্রশস্ত করুন এবং আমার জন্য আমার কাজ সহজ করুন এবং আমার জিহ্বা থেকে গিঁট খুলে দিন যাতে সবাই আমার কথা বুঝতে পারে। এটাই হল মুখের জড়তা দূর করার দোয়া।

নিয়মিত মুখের জড়তা দূর করার দোয়া পড়লে আল্লাহর দয়ায় কথা বলার সময় জড়তা বা আটকে যাওয়ার সমস্যাটা ঠিক হয়ে যাবে। আপনি এই দোয়া নামাজের পর মোনাজাতে পড়তে পারেন অথবা যিকির করতে পারেন।

মুখের জড়তা কেন হয়

শুধু শিশুদের ক্ষেত্রে নয় অনেক বড় মানুষদের মধ্যেও এই সমস্যা থাকে। কিছু কিছু শিশুদের এই সমস্যা বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যায় তা। কিন্তু কারো কারো অনেক বড় হয়ে যাওয়ার পর ও এই সমস্যা ঠিক হয় না। মুখের জড়তা কেন হয় তার কিছু কারণ হলঃ
  • যদি ভাষার ওপর শিশুর দক্ষতা কম থাকে তাহলে এই সমস্যা হয়ে থাকে কিন্ত এটা বয়স বাড়ার সাথে সাথে এটা ঠিক হয়ে যায়।
  • আমাদের জিহ্বা এবং মস্তিষ্ক এর সংযোগ কারী স্নায়ুর সমস্যার জন্য কথায় জড়তা আসতে পারে।
  • টেনশন এ থাকলে বা চিন্তাভবনায় মুখের জড়তা হতে পারে।
তবে এই সমস্যার মূল কারণ নিয়ে ডাক্তারদের ভিন্ন ভিন্নমত রয়েছে। যদি কারো পরিবারে এই সমস্যা থাকে তাহলে সেই পরিবেরের শিশুদেরও হতে পারে। তোতলামি দূর করার ঔষধ এবং তোতলামি দূর করার ঘরোয়া উপায় জানতে পড়ুন।

বাচ্চাদের মুখের জড়তা দূর করার উপায়

আমি জড়তা সম্পর্কে অনেক চিন্তা করছি এবং এটি একজনের জীবন, পরিবার এবং কর্মজীবনের উপর প্রভাব ফেলতে পারে।

এটি কীভাবে আমাদের জীবন, পরিবার এবং কর্মজীবনকে প্রভাবিত করে? ছোটবেলা থেকেই যদি কারো এই সমস্যা থাকে আবার বয়সের সাথে সাথে ভালো না হয় তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত।বাচ্চাদের মুখের জড়তা দূর করার জন্য ডাক্তারের পাশাপাশি ঘরোয়া কিছু উপায় রয়েছে জা নিচে দেখুন। কথা বলার সময় বড় বড় শ্বাস নিয়ে ধীরে ধীরে কথা বললে এই সমস্যার সমাধান হতে পারে।
  • নিয়মিত তিলাওয়াত করলে অথবা শিশুদের বেশি বেশি দোয়া শিখাবেন এবং জোরে জোরে পড়তে বলবেন তাহলে কথায় জড়তা থাকবে না।
  • জোরে জোরে পড়তে শিখান সেটা হক তার বই সংবাদপত্র। এছাড়াও যেই শিশুদের এই সমস্যা আছে তাদের সাথে বেশি বেশি কথা বলুন।
  • মুখের জিহ্বার কিছু ব্যায়াম আছে তা করান।

মুখের জড়তা দূর করার দোয়া সম্পর্কে কিছু প্রশ্ন/উত্তর

কোন সূরা আপনাকে শান্ত করতে সাহায্য করে?
সূরা দুহা, সূরা 93 মাশাআল্লাহ আপনি যদি পড়েন আল্লাহ আপনাকে শান্ত করে দিবেন। আল্লাহ সুবহানা ওয়া তালা এমন এক সময়ে এটি প্রকাশ করেছিলেন যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ ছিলেন তাকে শান্ত করার জন্য এই সূরা নাযিল হয়েছিল। যে মানুষটি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তার জন্য এটা ছিল খুবই প্রশান্তিদায়ক কিছু।

কোন সূরা অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করে?
সূরা আল কাহফ। আপনি যদি সূরা আল কাহাফের উপর চিন্তা করেন এবং সূরাটি পাঠ করেন তবে এটি আপনার দুঃখ দূর করবে। খারাপ সময়ে আপনাকে অবশ্যই শান্ত থাকতে হবে। এ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে সাহায্য ও হেদায়েত চাইতে হবে।

কোন সূরা মস্তিষ্কের জন্য ভালো?
ইমাম আহমদ রিদা খান বলেন কারো স্মৃতিশক্তি বাড়াতে ঘুমানোর আগে সূরা আলম নাশরাহ ১৭ বার পাঠ করে বুকে ফুঁ দিন। একইভাবে সকালে এটি ১৭ বার পড়ুন এবং পানিতে ফুঁ দিয়ে সেই পানি পান করুন। আল্লাহ আপনার ব্রেইন বাড়িয়ে দিবেন।

মুখের জড়তা দূর করার দোয়া - শেষ কথা

কথা বলার জড়তা থাকার কারণে অনেকে কম কথা বলে বা কারো সাথে কথা বলতে গিয়ে লজ্জাবোধ করে। এটা একটা খুব বোড় সমস্যা অনেকের জন্য।

আমাদের চলাফেরা করতে অনেকের সাথে যোগাযোগ করতে হয় যদি কথা বলার সময় জড়তা নিয়ে কথা বলি তাহলে মানুষ বিরক্ত হয় তাই আল্লাহ আমাদের এই সমস্যার সমাধানের জন্য দোয়া দিয়েছেন। এছাড়াও কিছু তোতলামি দূর করার ঘরোয়া উপায় ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url