কম্পিউটার ভাইরাস - কম্পিউটার ভাইরাস নাম
কম্পিউটারে যদি কম্পিউটার ভাইরাস আক্রমণ করে তাহলে কম্পিউটার খুবই ধীরগতি হয়ে যায়। তাই আমাদেরকে অবশ্যই কম্পিউটার ভাইরাস সম্পর্কে ধারণা রাখতে হবে। আজকের এই আর্টিকেলে আমরা কম্পিউটার ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
কনটেন্ট সূচিপত্রঃ আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে কম্পিউটার ভাইরাস সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটার ভাইরাস সম্পর্কে জেনে নেওয়া যাক।
কম্পিউটার ভাইরাস - কম্পিউটার ভাইরাস কত প্রকার
যারা কম্পিউটার ব্যবহার করে তারা সাধারণত কম্পিউটার ভাইরাস এর সাথে পরিচিত আছে। অনেক সময় বিভিন্ন কারণে আমাদের কম্পিউটারে ভাইরাস আক্রমণ করে। কম্পিউটার ভাইরাস হলো এক এমন এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটার ব্যবহারকারীর অনুমতি ছাড়া কম্পিউটারে প্রবেশ করে এবং কম্পিউটারের স্বাভাবিক কাজ করতে বাধা সৃষ্টি করে।
কম্পিউটার ভাইরাস বিভিন্ন প্রকার হতে পারে। সঠিকভাবে কেউ বলতে পারে না কম্পিউটার ভাইরাস কত প্রকার? কম্পিউটার ভাইরাস কত প্রকার তার নিচে উল্লেখ করা হলো।
Adware Virus -- কম্পিউটারে ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করার সময় এই ভাইরাস কম্পিউটারের ভেতরে প্রবেশ করে। আমরা জানি যে গুগলে অনেক নিরাপত্তাহীন ওয়েবসাইট রয়েছে সাধারণত সেই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলেই এ ভাইরাস গুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
OverWrite Virus -- এই ভাইরাস গুলো খুবই বিপদজনক কারণ এ ভাইরাস গুলো কম্পিউটারে প্রবেশ করার ফলে কম্পিউটারে থাকা বিভিন্ন রকমের ফাইলগুলো ডিলিট করে দেয়।
Trojans Virus -- সাধারণত হ্যাকাররা যেকোন কম্পিউটারকে হ্যাক করার জন্য এই ভাইরাস কে তৈরি করে থাকে। তারা এই ভাইরাস তৈরি করে ইন্টারনেটে ছেড়ে দেয় যার মাধ্যমে তারা মানুষের বিভিন্ন রকমের তথ্য চুরি করে থাকে।
Malware Virus -- এই ভাইরাস কে তৈরি করা হয়েছে কম্পিউটারের ক্ষতি করার জন্য। যদি কখনো অন্য কোন কম্পিউটার থেকে ফাইল কপি করে নিজের কম্পিউটারে নেওয়া হয় তাহলে এই ভাইরাস গুলো নিজের কম্পিউটারের প্রবেশ করে যায়।
কম্পিউটার ভাইরাস নাম - ১০ টি কম্পিউটার ভাইরাসের নাম
আমরা অনেকেই কম্পিউটার ভাইরাস নাম জানিনা। যেহেতু এগুলো আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আমাদেরকে ১০ টি কম্পিউটার ভাইরাসের নাম সম্পর্কে জানতে হবে। এ কম্পিউটার ভাইরাস গুলো কম্পিউটারের প্রবেশ করে বিভিন্ন রকমের ক্ষতি করে থাকে। অনেক সময় কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো চুরি হয়ে যায়। তাই কম্পিউটার ভাইরাস নাম জানা উচিত।
১০ টি কম্পিউটার ভাইরাসের নাম উল্লেখ করা হলোঃ
- Web scripting Virus
- Network Virus
- Browser hijacker Virus
- File infector virus
- Boot sector Virus
- Direct action Virus
- Encrypted Virus
- Code Red and Code Red 2
- Storm Worm Virus
- Nimda Virus
Web scripting Virus -- কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয় বেশিরভাগ এই ধরনের ভাইরাস। এ ভাইরাস গুলো কম্পিউটারের ক্ষতিকারক কোড প্রবেশ করাতে সাহায্য করে। যার ফলে এই কোডগুলো ব্যবহারকারীর অজান্তে ওয়েব ব্রাউজারের সেটিং পরিবর্তন করে এবং এর নিয়ন্ত্রণ গ্রহণ করে থাকে।
Network Virus -- নেটওয়ার্ক ভাইয়ের ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ধরনের ভাইরাস ইন্টারনেটের কার্যকারিতা কমিয়ে দিয়ে থাকে। এ ধরনের ভাইরাসের প্রভাবে গুরুত্বপূর্ণ ডিভাইস, এবং নেটওয়ার্ক গুলো সম্পূর্ণ অক্ষম হয়ে পড়ে।
Browser hijacker Virus -- এ ভাইরাস ব্যবহারকারীর অনুমতি ছাড়া কম্পিউটারে প্রবেশ করে থাকে। সাধারণত হাইজাকার ব্যবহারকারীকে তার ইচ্ছা অনুযায়ী ওয়েবসাইট খুলতে বাধ্য করে থাকে। এটা খুবই ক্ষতিকারক একটি কম্পিউটার ভাইরাস।
File infector virus -- বর্তমানে যে সকল ভাইরাস গুলো কম্পিউটারকে আক্রমণ করে থাকে তার মধ্যে অন্যতম হলো এ ধরনের ভাইরাস। এ ভাইরাস গুলো সহজেই কম্পিউটারের মধ্যে থাকা ফাইল গুলোতে প্রবেশ করে এবং সেগুলোর বিভিন্ন রকম ক্ষতি সাধন করে থাকে।
Boot sector Virus -- কম্পিউটারে ক্ষতি সাধন করার ভাইরাস গুলোর মধ্যে অন্যতম হলো এটি। এটি কম্পিউটারের মারাত্মক ক্ষতি করে থাকে। এটি কম্পিউটারের প্রবেশ করে কম্পিউটারের হার্ডডিস্ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডিভাইস গুলোর ক্ষতি সাধন করে।
Direct action Virus -- এ ভাইরাসগুলো মূলত কাজ হল কম্পিউটার ব্যবহারকারীকে কিছু নির্দিষ্ট ফাইল খুলতে বা ডিলিট করতে বাধ্য করা। এ ধরনের ভাইরাসগুলো কিছু নির্দিষ্ট ফাইলগুলোকে অ্যাটাক করে থাকে।
Encrypted Virus -- এ ভাইরাসটি এমন একটি ভাইরাস যা কোন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম এর জন্যও শনাক্ত করা খুব কঠিন হয়ে পড়ে। কারণ এই ভাইরাসটি ইনক্রিপ্টেড মালিশিয়ান কোড ব্যবহার করে থাকে।
Code Red and Code Red 2 -- কম্পিউটারের যে সকল ভাইরাস ক্ষতি করে থাকে তার মধ্যে অন্যতম হলো এ ভাইরাস। সাধারণত এই ভাইরাসের দুইটি ভিন্ন ভেরিয়েন্ট নির্ণয় করা যায়। এ ভাইরাসটি কম্পিউটারের মারাত্মক ক্ষতি করে থাকে।
Storm Worm Virus -- কম্পিউটারের যে ভাইরাস গুলো ক্ষতি করে থাকে তার মধ্যে অন্যতম হলো এটি। ব্যবহারকারীর অজান্তেই এ ভাইরাস কম্পিউটারের প্রবেশ করে বিভিন্ন রকমের ক্ষতিস সাধন করে থাকে।
Nimda Virus -- এই ভাইরাসটিও কম্পিউটারের ক্ষতিকারক একটি ভাইরাস।
কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা
আমাদের কম্পিউটারে যদি কখনো ভাইরাস আক্রমণ করে তাহলে এটি আমাদের কম্পিউটারের জন্য ক্ষতির কারণ। যার ফলে আমাদের কম্পিউটারের বিভিন্ন রকমের ক্ষতি হয়ে থাকে। তাই আপনাদের সুবিধার্থে কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা সম্পর্কে আলোচনা করা হলো।
কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকাঃ
ভাইরাসঃ
- ১। বুট সেক্টর ভাইরাস
- ২। কমান্ড পারপাস ভাইরাস
- ৩। পার্টিশন সেক্টর ভাইরাস
- ৪। ফাইল ভাইরাস
- ৫। জেনারাল পারপাস ভাইরাস
- ৬। পলিমরফিক ভাইরাস
- ৭। ওভার রাইটিং ভাইরাস
- ৮। ম্যাক্রো ভাইরাস
- ৯। প্রোগ্রাম ভাইরাস
এন্টিভাইরাসঃ
- ১। AVG
- ২। Kaspersky
- ৩। Dr. Solomons Anti-Virus Software
- ৪। Norton
- ৫। McAfee
- ৬। Avast
- ৭। Cure Antivirus Software
- ৮। Anti-Virus Toolkit
কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়
যদি কম্পিউটার ভাইরাস আমাদের কম্পিউটারে প্রবেশ করে তাহলে আমরা এটা কিভাবে প্রতিরোধ করব এ সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে। আপনাদের জানার সুবিধার্থে এবং কম্পিউটারকে ভালো রাখার জন্য কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়গুলো নিচে উল্লেখ করা হলো।
কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়ঃ
- অ্যান্টিভাইরাস ব্যবহার - কম্পিউটার যদি ভাইরাস আক্রমণ করে তাহলে আমাদের প্রথম কাজ হল এখানে এন্টিভাইরাস ব্যবহার করা। অ্যান্টিভাইরাস ব্যবহার করার ফলে আমরা খুব সহজেই কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটার কে মুক্ত করতে পারব।
- সফটওয়্যার ডাউনলোড - আমাদের মধ্যে অনেকে আছে যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ভিন্ন ভিন্ন সোর্স থেকে ডাউনলোড করে থাকে। আমাদের প্রয়োজন সফটওয়্যার গুলো ডাউনলোড করার সময় অবশ্যই সফটওয়্যার সম্পর্কে জ্ঞান নিয়ে নেওয়া।
- ইন্টারনেট থেকে কোন ডাউনলোড করার সময় সতর্ক হওয়া - আমরা অনেক সময় ইন্টারনেট থেকে বিভিন্ন রকমের ফাইল ডাউনলোড করি। আর এই ইন্টারনেট থেকেই বেশিরভাগ সময় আমাদের কম্পিউটারে ভাইরাস আক্রমণ করে। তাই ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করার আগে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে।
- ফাইল ডাউনলোড করার আগে পর্যবেক্ষণ করা - অনলাইন থেকে যে কোন ফাইল ডাউনলোড করার আগে সেটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ কম্পিউটারে বেশিরভাগ ভাইরাস প্রবেশ করে এই ফাইল ডাউনলোড করার মাধ্যমে।
- পপ এডস ক্লিক করা থেকে বিরত থাকা -- অনেক সময় বিভিন্ন রকমের ওয়েবসাইটে ঢুকলে আমাদের মাঝে পপ এডস চলে আসে। পপ এডস ক্লিক করা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। পপ এডস ক্লিক করার মাধ্যমে বিভিন্ন রকমের ভাইরাস আমাদের কম্পিউটারে প্রবেশ করে থাকে।
- ক্ষতিকর সফটওয়্যার গুলো আনইন্সটল করা -- আমাদের কম্পিউটারের যে সকল সফটওয়্যার কোন ধরনের কাজে লাগে না অথবা আমাদের কম্পিউটারের ক্ষতি করে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এই ক্ষতিকর সফটওয়্যার গুলো থেকে বিরত থাকতে হবে। ক্ষতিকর সফটওয়্যার গুলোকে আনইন্সটল করে দিতে হবে।
- খারাপ ভিডিও দেখা থেকে বিরত থাকা -- অনেক সময় আমরা কম্পিউটারে খারাপ ভিডিও দেখে থাকি। অনেক হ্যাকার রয়েছে যারা এ খারাপ ভিডিও দেখার মাধ্যমে আমাদের কম্পিউটারগুলোকে হ্যাক করে থাকে। তাই অবশ্যই আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে।
- প্রয়োজন ছাড়া কোন লিংকে প্রবেশ না করা -- প্রয়োজন ছাড়া কোন অপ্রয়োজনীয় লিঙ্কে প্রবেশ করা যাবে না। আমরা অনেক সময় ইন্টারনেটে অপ্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করে থাকি যার ফলে আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকে যায়। এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে।
কম্পিউটার ভাইরাস কে আবিষ্কার করেন
যারা কম্পিউটার ব্যবহার করি কম্পিউটার ভাইরাস সম্পর্কে জানি কিন্তু কম্পিউটার ভাইরাস কে আবিষ্কার করেন? এ বিষয় সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য জানিনা। কম্পিউটার ভাইরাস কে আবিষ্কার করেন? সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন ১৯৭১ সালে Robert Thomas নামক একজন প্রোগ্রামার। তিনি প্রথমবার কম্পিউটার ভাইরাস তৈরি করেন। তিনি প্রথমে এটি শুধুমাত্র মজা করার জন্য তৈরি করেছিলেন। কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন Fred Cohen ১৯৮৩ সালে।
কম্পিউটার ভাইরাস - কম্পিউটার ভাইরাস নামঃ উপসংহার
কম্পিউটার ভাইরাস কে আবিষ্কার করেন? কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়, কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা, ১০ টি কম্পিউটার ভাইরাসের নাম, কম্পিউটার ভাইরাস নাম, কম্পিউটার ভাইরাস কত প্রকার? এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনার উক্ত বিষয় গুলো সম্পর্কে জানতে পেরেছেন।
আপনাদের বিষয়গুলো জানাতে পেরে আমরা আনন্দিত। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্টিকেলে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url