অন্ডকোষ ব্যাথার কারন কি - ডান অন্ডকোষ ব্যাথার কারন কি

অন্ডকোষ ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে। আজ আমরা আপনাদের সাথে অন্ডকোষ ব্যাথার কারন কি বা ডান অন্ডকোষ ব্যাথার কারন কি তার সব বিস্তারিত শেয়ার করবো। যাতে করে অন্ডকোষ ব্যাথার কারন কি তা জেনে আপনারা সচেতন থাকতে পারেন। অন্ডকোষ ব্যাথার কারন কি বা বাম অন্ডকোষ ব্যাথার কারন কি বিস্তারিত জানতে নিচে পড়ুন।

পেজ সূচিপত্রঃ অন্ডকোষ ব্যাথার কারন কি যার মধ্যে থাকতে পারে একটি আঘাতজনিত সমস্যা, কিডনিতে পাথর, একটি হার্নিয়া, একটি সংক্রমণ এবং অন্যান্য বিভিন্ন খারাপ স্বাস্থ্য অবস্থা। অন্ডকোষ ব্যাথার কারন কি তা জেনে সে হিসেবে এই অন্ডকোষ ব্যাথার চিকিৎসা করা হয়।

অন্ডকোষ ব্যাথার কারন কি

অণ্ডকোষ একজন মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ গুলির মধ্যে একটি। কারণ অন্ডকোষ এর পুরো অঞ্চলটি স্নায়ু দিয়ে পরিপূর্ণ থাকে। অণ্ডকোষের ব্যথা হঠাৎ বেশি এবং হঠাৎ ব্যথা কমে যায়। এটি একটি খুব খারাপ অবস্থা হতে পারে কারণ এর অর্থ হতে পারে যে আপনার অণ্ডকোষে রক্ত চলাচল হচ্ছে না। অণ্ডকোষের ব্যথার সাধারণ কারণ হল অনেক সময় ধরে সাইকেল চালানো তবে অণ্ডকোষের ব্যথার অন্যান্য কারণ নির্ণয় করা কঠিন হতে পারে। ডান অন্ডকোষ ব্যাথার কারন কি বা বাম অন্ডকোষ ব্যাথার কারন ও প্রতিকার নিচে বর্ননা করা হলঃ

এপিডিডাইমাইটিস এর কারণে 

বাম অন্ডকোষ ব্যাথার কারন কি ও ডান অন্ডকোষ ব্যাথার কারন কি তার মধ্যে একটি হল এপিডিডাইমাইটিস হল এপিডিডাইমিসের একটি সংক্রমণ এটি এমন একটি অঙ্গ যেখানে শুক্রাণু শরীর থেকে বেরিয়ে যাওয়ার আগে পরিপক্ক হয়। এপিডিডাইমাইটিসের লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত আছেঃ

  • ব্যথা যা ধীরে ধীরে বৃদ্ধি পায়
  • অণ্ডকোষের ব্যথার জায়গায় স্পর্শ করলে গরম অনুভব হয় 
  • ফোলা ভাব 
  • যৌনবাহিত সংক্রমণ যেমন ক্ল্যামাইডিয়া এবং গনোরিয়া এপিডিডাইমাইটিস হতে পারে। 
  • মূত্রনালীর সংক্রমণও এপিডিডাইমাইটিস হতে পারে।

কিডনিতে পাথর হওয়ার কারণে

কিডনিতে পাথরের কারণে ব্যথা হতে পারে যা অণ্ডকোষে ছড়িয়ে পড়তে পারে। যখন কিডনিতে পাথর হয় সেখানকার ব্যথার কারণে অন্ডকোষ এ ব্যথা হতে পারে। কিডনি পাথরের সাথে ব্যথা যুক্ত হতে পারে এমন অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছেঃ
  • প্রস্রাব এ রক্ত 
  • প্রস্রাব করার সময় জ্বালা পোড়া 
  • বমি বমি ভাব
  • লিঙ্গের ওপরে ব্যথা 
  • তীক্ষ্ণ ক্র্যাম্পিং ব্যথা যা পিঠ থেকে অন্ডকোষ এ ছড়িয়ে পড়তে পারে 
  • ঘন ঘন প্রস্রাব করা
  • বমি হওয়া 
কিডনিতে পাথর হলে বাম অন্ডকোষ ব্যাথার কারন ও প্রতিকার বা ডান অন্ডকোষ ব্যাথার কারন ও প্রতিকার এর জন্য ডাক্তাররা প্রথমে অন্ডকোষ ব্যাথার ঔষধ দিয়ে কিছুদিন অপেক্ষা করে এটা নিজে ভালো হয়ে যাওয়ার জন্য। অন্ডকোষ ব্যাথার ঔষধ দিয়েও যদি ভালো না হয় তাহলে অপারেশন করতে হতে পারে। আর তখন অন্ডকোষে ব্যাথা, জ্বর বা স্রাব হতে পারে তখন তাদের যত তাড়াতাড়ি সম্ভব অন্ডকোষ ব্যাথার চিকিৎসা করা উচিত।

অর্কাইটিস এর কারণে

অর্কাইটিস হল অন্ডকোষের সংক্রমণ এবং ব্যথা। এপিডিডাইমাইটিস এর চিকিত্সা না করা হলে অর্কাইটিস হতে পারে। অর্কাইটিসের লক্ষণগুলির মধ্যে রয়েছেঃ
  • ক্লান্তি
  • জ্বর
  • বমি বমি ভাব
  • টেস্টিকুলার ব্যথা
  • এক বা উভয় অণ্ডকোষ ফুলে যাওয়া
অর্কাইটিসের জন্য অন্ডকোষ ব্যাথা হতে পারে তাই মানুষের খুব তাড়াতাড়ি অন্ডকোষ ব্যাথার চিকিৎসা নেওয়া উচিত। কখনও কখনও এর ব্যথা খুব তীব্র হতে পারে। অর্কাইটিসের চিকিত্সা বিভিন্ন কারণের উপর নির্ভর করে করা হয়। এর চিকিৎসায় একজন ডাক্তার ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক লিখে দিতে পারেন। যখন কোনো ভাইরাস এর কারণে অর্কাইটিস হয় তখন তারা অন্যরকম ভাবে অন্ডকোষ ব্যাথার চিকিৎসা করে ।

অন্ডকোষে অতিরিক্ত ব্যথার কারণ এবং চিকিত্সা

নিচে বাম অন্ডকোষ ব্যাথার কারন ও প্রতিকার এবং ডান অন্ডকোষ ব্যাথার কারন ও প্রতিকার জানবো। কি কি কারণে অন্ডকোষ ব্যাথা হয় এবং অন্ডকোষ ব্যাথার ঔষধ কি কি খাওয়া যেতে পারে আপনারা কখন ডাক্তার এর কাছে যাবেন জানতে পড়ুন।

ডায়াবেটিক নিউরোপ্যাথিঃ ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতি হলে অণ্ডকোষে ব্যথা হতে পারে। ডায়াবেটিস এর নিয়ন্ত্রন করা অণ্ডকোষে ব্যথা সমাধান হতে পারে।

হাইড্রোসিলঃ এটি একটি তরল যা জমাট বেঁধে যায় ফলে অণ্ডকোষ ফুলে যায়। এগুলি সাধারণত শিশুদের বেশি হয় তবে যে কোনও বয়সের পুরুষদের এটা হতে পারে। যদিও এটাতে সাধারণত ব্যথা সৃষ্টি করে না তবে ফোলা থেকে কিছু ব্যথা হতে পারে। শিশুদের মধ্যে হাইড্রোসিল সাধারণত নিজে নিজেই ভালো হয়ে যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

ইডিওপ্যাথিক টেস্টিকুলার পেইনঃ টেস্টিকুলার ব্যথা একটি অজানা কারণে হয়। চিকিত্সকরা অনেক পরীক্ষা করে এই রোগ নির্ণর করে।
 
মাম্পসঃ মাম্পসে আক্রান্ত বেশিরভাগ মানুষই দ্রুত সুস্থ হয়ে ওঠে। যাইহোক বয়ঃসন্ধির পর মাম্পস হলে পুরুষরা অণ্ডকোষের ব্যথাতে ভুগতে থাকে।

স্ক্রোটাল ভরঃ স্ক্রোটাল ভরের কারণের উপর নির্ভর করে চিকিত্সা পরিবর্তিত হবে। অণ্ডকোষের কিছু কারণের মধ্যে রয়েছে এপিডিডাইমাইটিস এবং ক্যান্সার।

মূত্রনালীর সংক্রমণঃ ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করে যার মধ্যে রয়েছে মূত্রনালী, মূত্রাশয় এবং কিডনি। সংক্রমণের একটি উপসর্গ হতে পারে টেস্টিকুলার ব্যথা। কখনও কখনও সংক্রমণ নিজেই ভালো হয়ে যেতে পারে, তবে খুব বেশি সমস্যা হলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে।
  
পিঠে ব্যথাঃ অন্ডকোষ এর ব্যথা পিঠে ব্যথা হওয়ার কারণে হয়ে থাকে। চিকিৎসার মাধ্যমে এটা ভালো হয়।
 
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাঃ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার একটি উদাহরণ যা অন্ডকোষ এর ব্যথার কারণ হতে পারে ডাইভার্টিকুলাইটিস। ডাইভার্টিকুলাইটিস হল অন্ত্রের ব্যথা।

অন্ডকোষ ব্যাথার কারন কি - শেষ কথা

যদি একজন ব্যক্তি তার একটি বা উভয় অণ্ডকোষে ফোলা বা ব্যথা অনুভব করেন তবে ডাক্তারের সাথে দেখা করা ভাল। যদি ব্যথার কারণে বমি বমি ভাব এবং বমি হয় তাহলে তাদের চিকিৎসা সেবা নেওয়া উচিত। উপরের আলোচনা থেকে আমরা ডান বা বাম অন্ডকোষ ব্যাথার কারন কি এবং বাম বা ডান অন্ডকোষ ব্যাথার কারন ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জেনেছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url