সূরা হাদীদ এর ফজিলত - সুরা হাদিদ এর বাংলা অনুবাদ

প্রিয় পাঠকগণ, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সূরা হাদীদ এর ফজিলত এবং সুরা হাদিদ এর বাংলা অনুবাদ সম্পর্কে। সূরা হাদীদ এর ফজিলত এবং সুরা হাদিদ এর বাংলা অনুবাদ সম্পর্কে জানতে চাইলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। তো চলুন তাহলে দেখে নেই সূরা হাদীদ এর ফজিলত এবং সুরা হাদিদ এর বাংলা অনুবাদ।
পেজ সূচিপত্র: সূরা হাদীদ এর ফজিলত -সুরা হাদিদ এর বাংলা অনুবাদ এই আর্টিকেলে সূরা হাদীদ এর ফজিলত এবং সুরা হাদিদ এর বাংলা অনুবাদ ছাড়াও আরো অনেক বিস্তারিত তথ্য জানতে পারবেন। বিস্তারিত সকল তথ্য জানতে পুরো আর্টিকেল জুড়ে আমাদের সাথেই থাকুন।

সূরা হাদীদ এর ফজিলত

পবিত্র কুরআনের ৫৭ তম সূরা হলো আল হাদীদ। এই সূ্রায় ২৯ টি আয়াত রয়েছে। এবং ৪ টি রুকু রয়েছে। সূরা আল হাদীদ মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা হাদীদ এর ফজিলত সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। আপনারা অনেকেই সূরা হাদীদ এর ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন। সূরা হাদীদ এর ফজিলত সম্পর্কে এই আর্টিকেলে আমরা আজকে বিস্তারিত জানতে পারবো। তাই কোথাও না গিয়ে পুরো আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ুন।

সূরা হাদিদ এর বাংলা অনুবাদ

সুরা হাদিদ এর বাংলা অনুবাদ জানলে আমরা জানতে পারবো যে এই সূরায় কি বলা হয়েছে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ই জানি না সুরা হাদিদ এর বাংলা অনুবাদ। তো আপনারা যারা সুরা হাদিদ এর বাংলা অনুবাদ জানতে চেয়েছেন তারা এই ধাপে সুরা হাদিদ এর বাংলা অনুবাদ ৯ টি আয়াতের জানতে পারবেন। সুরা হাদিদ এর বাংলা অনুবাদ: 

  • নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে। সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন। তিনি শক্তিধর, প্রজ্ঞাময়। 
  • নভোমন্ডল ও ভূমন্ডলে রয়েছে তাঁর-ই রাজত্ব। তিনি জন্ম এবং মৃত্যু ঘটান। তিনি সবকিছু করতে সক্ষম।  
  • তিনিই প্রথম এবং তিনিই সর্বশেষ। তিনিই প্রকাশমান ও তিনিই অপ্রকাশমান। তিনিই সবকিছুতে সম্যক পরজ্ঞাত।
  • তিনি নভোমন্ডল এবং ভূমন্ডল সৃষ্টি করেছেন ৬ দিনে। এরপর আরশের ওপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভুমি-তে প্রবেশ করে এবং যা ভূমি হতে নির্গত হয় এবং যা আকাশ হতে বর্ষিত হয় এবং আকাশ হতেই তা উল্থিত হয়। তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সাথে আছেন।
  • নভোমন্ডল এবং ভূমন্ডল এর রাজত্ব তাঁরই। এবং প্রত্যেকেটা জিনিস ই তার দিকেই প্রত্যাবর্তন করবে।
  • তিনি রাত্রিকে দিনে পরিণত করেন এবং দিন কে রাত্রিতে পরিণত করেন। তিনি মনের বিভিন্ন বিষয় সম্পর্কেও জানেন।
  • তোমারা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এবং যা তোমাদের উত্তরাধিকার দেওয়া হয়েছে তা হতে ব্যয় করো। তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করবে ও ব্যয় করবে তাদের জন্য রয়েছে মহাপুরষ্কার।
  • তোমাদের কি হয়েছে যে তোমারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করছো না অথচ রাসূল তোমাদেরকে পালনকর্তার ওপর বিশ্বাস স্থাপনের জন্য দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তায়ালা তো আগেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন যদি বিশ্বাসী হও। 
  • তিনি তার দাসের ওপর প্রকাশ্যে আয়াত অবতীর্ণ করেছেন। যাতে তোমাদের কে অন্ধকার হতে আলোতে আনা যায়। নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের ওপর করুনাময়, পরম দয়ালু। 

সুরা হাদিদ এর বাংলা অনুবাদ ৯ টি আয়াত দেওয়া হয়েছে। আশাকরি সুরা হাদিদের ৯ টি আয়াতের বাংলা অনুবাদ পেয়ে গিয়েছেন।

সূরা হাদীদ আয়াত ১১ 

এই পর্বে জানতে পারবেন সূরা হাদীদ আয়াত ১১। আপনারা অনেকেই সূরা হাদীদ আয়াত ১১ জানতে চেয়েছেন। তো চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই সূরা হাদীদ আয়াত ১১। উচ্চারণ: "মান যাল্লাজি ইউকরিদুল্লাহা কারদান-হাছানান ফাইউদা ইফাহুলাহুয়া লাহু আজরুন কারীম।"‌‌

সূরা আল হাদীদ আয়াত ৩

অনেকেই আছেন যারা সূরা আল হাদীদ আয়াত ৩ জানতে চেয়েছেন। তো চলুন তাহলে সূরা আল হাদীদ আয়াত ৩‌‌ জেনে আসি। উচ্চারণ: "হুয়াল আও ওয়ালু ওয়াল আখিরু ওয়াজ্জাহিরু ওয়াল বা তিনু ওয়া হুয়া বিকুললি শাইয়িন কাদির।" 

সূরা হাদীদ আয়াত ২০ 

আপনারা অনেকেই সূরা হাদীদ আয়াত ২০ লিখে গুগলে সার্চ দিয়ে থাকেন। সূরা হাদীদ আয়াত ২০ খুঁজলে আপনাকে এই ধাপে স্বাগতম। উচ্চারণ: ইলামু-আন্নামাল হায়া তুদ্দুনিয়া লাইবু ওয়া লা হুয়া ঝিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাছুরুন ফিল আম ওয়লি ওয়াল আওলাদা কামাছালি গাইছিন আজাবাল কুফফারা নাবাতুহু ছুম্মা ইয়াহিজুফাতারা হু মছফাররান ছুম্মা ইয়াকুনু-তামাও ওয়াফিল আখিরাতি আজাবুন শাদিদুও ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদ ওয়ানু ওয়া মাল হায়া তুদ্দুনিয়া মাতা উল গুরুর। 

সূরা হাদীদ ২০-২৫   

সূরা হাদীদ ২০-২৫ আয়াতে বলা হয়েছে এই দুনিয়ায় চাকচিক্যময় কোনো কিছুই চিরস্থায়ী নয়। আরো বলা হয়েছে আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে দান করেন। সূরা হাদীদ ২০-২৫ আয়াতে আল্লাহ তায়ালা জানিয়েছেন সবকিছু ই সৃষ্টির পূর্বে তিনি গ্ৰন্থে লিখে রাখেন। আমাদের আল্লাহ তায়ালা যেসব অর্থ সম্পদ দিয়েছেন তা নিয়ে যেন আমারা অহংকার না করি।

সুরা হাদিদ এর তাফসীর 

আপনি কি সুরা হাদিদ এর তাফসীর জানতে চাচ্ছেন।  কারণ এই পর্বে এখন বলবো সুরা হাদিদ এর তাফসীর এ কি বলা হয়েছে তা সংক্ষেপে। তো চলুন তাহলে সুরা হাদিদ এর তাফসীর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা দেখে আসি। সুরা হাদিদ এর তাফসীর: 

সুরা হাদিদ এর তাফসীর এ বলা হয়েছে আমাদের কে যে অর্থ সম্পদ দেয়া হয়েছে তা আল্লাহর পেছনে ব্যয় করতে। সুরা হাদিদ এর তাফসীর থেকে জানা যায় এই সূরার শুরুতে বলা হয়েছে আল্লাহ তায়ালার গুণাবলী গুলো সম্পর্কে। যাতে আমরা জানতে পারি যে কোন সত্তার পেছনে আমরা ব্যয় করছি। আমাদের যেসব অর্থ সম্পদ দেয়া হয়েছে সব ই আল্লাহর। আমরা শুধু কিছু সময়র জন্য এগুলো ভোগ করছি। সৎ কাজে অর্থ সম্পদ ব্যয় করলে তার দ্বিগুণ আল্লাহ তায়ালা আবার আমাদের দিবেন এবং আমাদের জন্য আরো রয়েছে আখিরাতের পুরষ্কার।

শেষ কথা: সূরা হাদীদ এর ফজিলত - সুরা হাদিদ এর বাংলা অনুবাদ 

আমাদের আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনাকে জানানো হয়েছে সূরা হাদীদ এর ফজিলত ও সুরা হাদিদ এর বাংলা অনুবাদ। আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। এবং জানতে পেরেছেন সূরা হাদীদ এর ফজিলত এবং সুরা হাদিদ এর বাংলা অনুবাদ সম্পর্কে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের অর্ডিনারি আইটি ওয়েবসাইটে ভিজিট করে আসুন। আজ আর নয়। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url