মৃত ব্যক্তিকে দেখার নিয়ম - মৃত ব্যক্তিকে দেখার দোয়া
মৃত ব্যক্তিকে দেখার নিয়ম
মৃত ব্যক্তিকে দেখার নিয়ম খুব বেশি একটা জটিল নয়। মৃত ব্যক্তিকে দেখার নিয়ম যারা জানতে চেয়েছেন তারা এখন মৃত ব্যক্তিকে দেখার নিয়ম জানতে পারবেন। তো চলুন তাহলে মৃত ব্যক্তিকে দেখার নিয়ম কি তা জেনে নিই। মৃত ব্যক্তিকে দেখার নিয়ম:
কেউ মারা গেলে তার মৃত্যুর খবর সকল জায়গায় পৌঁছে দিতে হবে। এবং সাথে সাথে দাফনের ব্যবস্থা করা উচিত। প্রথমে মৃত ব্যক্তিকে নিয়ম অনুযায়ী গোসল করিয়ে, কাফনের কাপড় পড়িয়ে সকলে জানাজার নামাজ পড়ে মৃত ব্যক্তিকে দাফন করতে হবে।
জানাজার পরে মৃত ব্যক্তিকে দেখতে মানা নেই। তবে মৃত ব্যক্তিকে জানাজার পূর্ব না দেখাই উত্তম। কারণ জানাজার পরে মুসলমানের চরিত্র ফুটে উঠতে পারে। এজন্য পরে দেখা উচিত।
মৃত ব্যক্তিকে দেখার নিয়ম এতক্ষণে বলা হয়েছে। আশাকরি মৃত ব্যক্তিকে দেখার নিয়ম জানতে পেরেছেন। এরপর আরো জানতে পারবেন মৃত ব্যক্তিকে দেখার দোয়া কি।
মৃত ব্যক্তিকে দেখার দোয়া
মৃত ব্যক্তিকে দেখার দোয়া আমাদের কে অবশ্যই পড়তে। আল্লাহ তায়ালা কখন কার দোয়া কবুল করেন বলা যায় না। আমাদের ও একদিন প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। মৃত ব্যক্তিকে দেখার দোয়া পড়লে আল্লাহ তায়ালা মৃত ব্যক্তির কবরের আজাব মাফ করে দিবেন। এজন্য সকলের উচিত মৃত ব্যক্তিকে দেখার দোয়া পড়া।
মৃত ব্যক্তিকে যখন আমরা দেখতে যাব তখন আমাদের উচিত মৃত ব্যক্তি সম্বন্ধে ভালো ভালো কথা বলা। কারণ এই সময় আমরা যা বলব ফেরেশতারা আমাদের পাশে বসে প্রত্যেকটি কথায় আমিন বলবেন। এজন্য মৃত ব্যক্তিকে দেখার দোয়া পড়তে হবে এবং মৃত ব্যক্তি সম্বন্ধে ভালো ভালো কথা বলতে হবে। তো চলুন তাহলে মৃত ব্যক্তিকে দেখার দোয়া টি পড়ে নাই। মৃত ব্যক্তিকে দেখার দোয়া:
উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি ওয়ালাহু আকিবনি মিনহু উকবান হাসানাহু।
অর্থ: হে আল্লাহ, তুমি আমাকে ও তাকে ক্ষমা করো এবং তার চেয়েও আমাকে উত্তম প্রতিদান দাও।
জানাজার নামাজ আদায় করা
মুসলমান মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার পূর্বে যে নামাজ সংগঠিত হয় তাকে জানাজার নামাজ পড়ে। কোন এলাকায় কোন ব্যক্তি মারা গেলে ঐ এলাকার পক্ষ থেকে জানাজার নামাজ আদায় করতে হবে। তবে ওই এলাকার পক্ষ থেকে যদি একজন ও আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে জানাজার নামাজ আদায় হয়ে যায়।
জানাজা দেয়ার পূর্বে মৃত ব্যক্তিকে গোসল করিয়ে নেয়া হয়। জানাজার নামাজ হলো চার তকবিরের নামাজ। যা ইমাম নিজে পড়েন এবং বাকিরা পেছনে বেজোড় সংখ্যক কাতারে দাঁড়ায়। এই নামাজের শেষে মোনাজাত ধরা হয় না। কেননা এই নামাজের মাধ্যমেই মৃতের জন্য দোয়া প্রার্থনা করা হয়ে যায়। এই নামাজে তাকবীর দেয়ার সময় হাত না তুললেও হয়। মৃত ব্যক্তির কাফন মোড়ানো দেহ সামনে রেখে নামাজ পড়া হয়।
মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা
মৃত ব্যক্তির জন্য সকলের ক্ষমা প্রার্থনা করতে হবে। মৃত ব্যক্তির জন্য আমরা কিছু কিছু কাজ করতে পারি যার মাধ্যমে মৃত ব্যক্তির নিকট সওয়াব পৌঁছে যাবে। মানুষ মৃত্যু বরণ করলে তার সকল সওয়াবের রাস্তা বন্ধ হয়ে যায়। শুধু মাত্র ৩ টি রাস্তা খোলা থাকে। যথা: দান সদকা, ও ব্যাক্তি জীবিত থাকতে এমন জ্ঞান দিয়ে গিয়েছেন যার দ্বারা মানুষ উপকৃত হয়, সুসন্তান। মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া চাইতে হবে যেন তাদের কবরের আজাব মাফ হয়ে যায়।
মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বেশি বেশি দান সদকা করতে হবে। যাতে তাদের কাছে সওয়াব পৌঁছে যায়। যাদের মা বাবা বা আত্নীয় স্বজন মারা গিয়েছেন তারা সবসময় তাদের উদ্দেশ্য করে বেশি বেশি দান সদকা করবেন। এবং তাদের জন্য দোয়া করবেন।
শেষ কথা: মৃত ব্যক্তিকে দেখার নিয়ম - মৃত ব্যক্তিকে দেখার দোয়া
মৃত ব্যক্তির জন্য যতটা সম্ভব দোয়া প্রার্থনা, দান সদকা করে তাদের নিকট সওয়াব পৌঁছে দিবেন। আর আমাদের প্রত্যেকের দৈনিক একবার করে মৃত্যুকে স্মরণ করা উচিত। তাহলে আমরা আর কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত হতে পারবো না।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আর্টিকেল টি। এই আর্টিকেলে আপনাকে বলা হয়েছে মৃত ব্যক্তিকে দেখার নিয়ম এবং মৃত ব্যক্তিকে দেখার দোয়া সম্পর্কে। আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। এবং এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল আমাদের ওয়েবসাইটে রয়েছে। আজ আর নয়। আমাদের আজকের আর্টিকেল টি এই পর্যন্তই। ধন্যবাদ। ২২০৭০
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url