নাকের মাংস বাড়লে কি করনীয়

অনেক সময় আমাদের নাকের মাংস বেড়ে যায়। নাকের মাংস বাড়লে কি করনীয় আমাদের জানা থাকে না। নাকের মাংস বাড়লে কি করনীয় না জেনে থাকার কারণে এখান থেকে মুক্তি পেতে পারি না। এই আর্টিকেলে আপনাদের যাদের নাকের মাংস বেড়ে গেছে তাদের জন্য নাকের মাংস বাড়লে কি করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
নাকের মাংস বাড়লে কি করনীয়
কনটেন্ট সূচিপত্রঃ নাকের মাংস বাড়লে কি করনীয় আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে নাকের মাংস বাড়লে কি করনীয় সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে নাকের মাংস বাড়লে কি করনীয় সম্পর্কে জেনে নেওয়া যাক।

নাকের মাংস বাড়লে কি করনীয়

নাকের মাংস বাড়াকে নাকের পলিপ বলে। এ রোগ সম্পর্কে আমরা অনেকেই কমবেশি শুনেছি। নাকের মাংস বাড়ার কারণ নিয়ে এখনও গবেষণা চলমান রয়েছে। নাকের এলার্জি নাকের মাংস বাড়ার অন্যতম একটি কারণ। সাধারণত ধুলোবালি ঢুকে যাওয়ার কারণে এলার্জি হয় এবং এর কারণে নাকের মাংস বেড়ে যায়। আমরা অনেকেই নাকের মাংস বাড়লে কি করনীয় বিষয়টি জানিনা।

নাগের মাংস বেড়ে গেলে আমাদের প্রথম করণীয় হলো প্রাথমিক চিকিৎসা করা। প্রাথমিক চিকিৎসা হলো ধুলোবালি ধোঁয়া এবং জীবাণু থেকে নিজেকে এড়িয়ে রাখা। প্রাথমিক পর্যায়ে যদি রোগ ধরা পড়ে তাহলে নাকে স্টেরয়েড জাতীয় স্প্রে ব্যবহার করা। যদি নাকের মাংসের কারণে সম্পূর্ণ নাক বন্ধ হয়ে যায় তাহলে এ ধরনের ওষুধ কাজ করে না।

এই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অপারেশন করতে হবে। কিন্তু যদি অল্প অবস্থায় ধরা পড়ে তাহলে ওষুধের মাধ্যমে এটিকে ভালো করে নেওয়া সম্ভব। এ রোগের বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় লক্ষণ গুলোর মধ্যে অন্যতম হলো নাক দিয়ে সর্দি ঝরা, সব সময় নাক বন্ধ হওয়া, নাকের এ ধরনের সর্দি সামনের দিকে আসতে পারে। অনেক সময় এটা সামনের দিকে না এসে পেছনের দিকে চলে যায়।

এ লক্ষণ গুলো দেখে আমাদেরকে রোগ নির্ণয় করতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। যদি মাংসের কারণে সম্পূর্ণ নাক বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে সেটি পরীক্ষা করে অপারেশনের মাধ্যমে অপসারণ করতে হবে।

নাকের মাংস কমানোর ঘরোয়া উপায়

নাকের মাংস কমানোর ঘরোয়া উপায় জানা থাকলে আমরা খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারব। আমাদের অনেকের মধ্যে এটি একটি কমন সমস্যা। যার ফলে আমাদের অনেক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আপনাদের সুবিধার্থে নাকের মাংস কমানোর ঘরোয়া উপায় উল্লেখ করা হলো।

আপনি প্রাকৃতিক উপায়ে অথবা ঘরোয়া উপায়ে নাকের মাংস কমাতে পারেন যদি এটি প্রাথমিক অবস্থায় থাকে। তাই আপনাকে নাকের মাংস বাড়লে প্রাথমিক অবস্থায় নির্ণয় করতে হবে। তাহলে আপনি নাকের মাংস কমানোর ঘরোয়া উপায় গুলো অবলম্বন করে এটি কমাতে পারবেন।

আদা ব্যবহার করতে পারেন -- সাধারণত আদা আমরা মসলা হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু আদার অনেক ঔষধি গুন রয়েছে। বিভিন্ন রকমের ব্যথা কমাতে আধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদার মধ্যে থাকা পুষ্টি উপাদান শরীরের ব্যথা এবং সংক্রমণ কমাতে সাহায্য করে। প্রাথমিক পর্যায়ের নাকের মাংস বৃদ্ধি পাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে।

রসুন খেতে পারেন -- আদার মতো রসুন আমরা মসলা হিসেবে ব্যবহার করি কিন্তু এর ও অনেক ওষুধি গুণ রয়েছে। যদি খালি পেটে প্রতিদিন এক কোয়া রসুন খাওয়া যায় তাহলে হৃদরোগ এছাড়া আরো জটিল রোগ থেকে মুক্তি দেয়। এছাড়া প্রাথমিক পর্যায়ের নাকের মাংস বৃদ্ধি কমাতে রসুন খাওয়ার অনেক উপকারিতা রয়েছে।

ধুলোবালি থেকে নিজেকে রক্ষা করতে হবে -- অনেকের এলার্জির কারণে নাকের মাংস বেড়ে থাকে। সাধারণত এই অ্যালার্জি সৃষ্টি হয় ধুলোবালি থেকে। তাই আমাদেরকে এলার্জি থেকে নিজেকে রক্ষা করতে হবে। বিশেষ করে যখন বাইরে যাব তখন মাক্স ব্যবহার করতে হবে। যেন কোনো রকম ভাবে ধুলোবালে আমাদের নাকের ভেতরে ঢুকতে না পারে।

হলুদ খাওয়ার মাধ্যমে -- হলুদের মধ্যে রয়েছে আন্টি ইনফলিমেন্টারি উপাদান। যা আমাদের দেহের এলার্জি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া কাঁচা হলুদের অনেক উপকারিতা রয়েছে আমাদের দেহের জন্য। আপনি যদি নাকের মাংস ভাড়া নিয়ে সমস্যার মধ্যে থাকেন তাহলে কাঁচা হলুদ কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারেন।

এলার্জি রয়েছে এরকম খাবার না খাওয়া -- আমাদের মধ্যে অনেকের বিভিন্ন খাবারের এলার্জি রয়েছে। সেই খাবারগুলো খেলে শরীরের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তাই আপনাকে আগে নির্ণয় করতে হবে আপনার কোন খাবারে এলার্জি রয়েছে। যে সকল খাবারে এলার্জি রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা যাবে না। যেমন ইলিশ মাছ চিংড়ি, মাছ, গরুর দুধ, পাঙ্গাস মাছ, হাঁসের ডিম ইত্যাদি।

নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ

যদি নাকের মাংস বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে এটি ওষুধ খাওয়ার মাধ্যমে কমানো যায়। আর যদি নাকের মাংস বৃদ্ধি অনেক বেশি হয়ে থাকে তাহলে ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যদি সম্পূর্ণ নাকে মাংস বৃদ্ধি পায় তাহলে অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা অপারেশন মাধ্যমে এটি অপসারণ করা। সেজন্য আপনাকে নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ সম্পর্কে জানতে হবে।

আপনার নাকের মাংস যদি বৃদ্ধি পায় তাহলে বিভিন্ন রকমের উপসর্গ দেখা যায়। যার ফলে আমাদের নাকের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। যদি প্রাথমিক অবস্থায় থাকে তাহলে আপনি ওষুধ এবং ড্রপের মাধ্যমে এটিকে কমাতে পারবেন। যদি এর অবস্থা বড় হয় তাহলে একজন নাক গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অপারেশন করতে হবে।

নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত হবে সেটি বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অপারেশন করা যেতে পারে। কারণ এক একজন ডাক্তারের ভিন্ন রকমের ফি হয়ে থাকে। সাধারণত তাই অপারেশন করার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অপারেশন খরচ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।

নাকের মাংস বৃদ্ধি ড্রপ

নাকের মাংস বাড়লে কি করনীয়? ইতিমধ্যে এটা জেনেছি। যদি নাকের মাংস প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে নাকের মাংস বৃদ্ধি ড্রপ ব্যবহার করে এটিকে কমানো সম্ভব। সেজন্য অবশ্যই নাকের মাংস বৃদ্ধির উপসর্গগুলো আপনাকে মনে রাখতে হবে। আপনাদের সুবিধার্থে নাকের মাংস বৃদ্ধি ড্রপ নিচে উল্লেখ করা হলো।

  • স্কয়ার ফার্মার এন্টাজল ০.৫%
  • রাইনোজল

এগুলো ব্যবহার করলে সাময়িকভাবে আরাম পাওয়া যায়। অবশ্যই যে কোন ড্রপ বা ওষুধ ব্যবহার করার আগে আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়ে এসব ড্রপ ব্যবহার করে দেখতে পারেন। তবে ধুলোবালি এলার্জি মুক্ত খাবার এবং ঠান্ডা লাগা থেকে নিজেকে দূরে রাখতে হবে।

নাকের মাংস কমানোর ঔষধ - নাকের মাংস কমানোর হোমিও ঔষধ

আমরা অনেকেই নাকের মাংস বেড়ে গেলে নাকের মাংস কমানোর হোমিও ঔষধ সম্পর্কে জানতে চায়। কারণ আপনি যদি হোমিও চিকিৎসা নেন তাহলে প্রাথমিক অবস্থায় এই সমস্যা সমাধান করা যায়। কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া নাকের মাংস কমানোর ঔষধ খাওয়া উচিত নয়। নাকের মাংস কমানোর হোমিও ঔষধ সম্পর্কে আলোচনা করা হলো।

নাকের মাংস যদি সম্পূর্ণ নাকের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে এটি অপারেশন এর মাধ্যমে সমাধান করতে হবে। তবে অপারেশন করার পরেও অনেকের এ ধরনের সমস্যা দেখা যায়। তাই নিজেকে খুব সতর্কতার সাথে পরিচালনা করতে হবে। এলার্জি হতে পারে এ ধরনের খাবার খাওয়া যাবেনা। দূষণমুক্ত পরিবেশে বসবাস করতে হবে।

নাকের মাংস কমানোর ঔষধ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন নাজাল ড্রপ ও নাজাল স্প্রে। এগুলো ব্যবহার করার ফলে সাময়িকভাবে আরাম পাওয়া যায়। তবে অবশ্যই যে কোন ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। ক্যালকেরিয়া ফস, ক্যাল্কেরিয়া ফস ধাতুগত লক্ষণাদিযুক্ত, নাসিকামধ্যে অতি বৃহৎ সবৃন্ত পলিপাস, পুনঃ হাঁচি, নাক ঝাড়িলে রক্তস্রাব।

এলিয়ম সিপা -- যাহাদের পুনঃ সর্দির আক্রমণ হয় তাহাদের পলিপাস। সর্দির আক্রমণ সময়ে পলিপাস বৃদ্ধি এবং তারজন্য নাসিকার অবরোধ জনিত অস্বস্তি, উষ্ণ গৃহমধ্যে বৃদ্ধি পায় ও উম্মুক্ত বায়ুতে হ্রাস হয়, পুনঃ প্রবল হাঁচি সহ নাসিকা ও চক্ষু হইতে জল নিঃসৃত হইতে থাকে, কখনও কখনও নাসিকা হইতে পলিপাস জনিত রক্তস্রাব, বাম নাকের মাংস বৃদ্ধি।

কার্বনিয়াম সালফ -- নাসিকাগ্রভাগের লালিমা ও জ্বালা, নাসিকামধ্যে অস্বস্তিকর শুষ্কতা, চুলকানি ও অবরুদ্ধতা বোধ, নাসিকামুলে বেদনা ও জ্বালা, প্রাতে ও সন্ধ্যায় এবং নাক ঝাড়িলে নাসিকা হইতে কালচে রক্তস্রাব নাকের মাংস বৃদ্ধি। আশা করি নাকের মাংস কমানোর হোমিও ঔষধ সম্পর্কে ধারণা পেয়েছেন। যে কোন ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।

নাকের মাংস বৃদ্ধির ছবি

নাকের মাংস বেড়ে গেলে অতীব গুরুত্বপূর্ণ বিষয় হলো নাকের মাংস বাড়লে কি করনীয়? এই সম্পর্কে জানা। নাকের মাংস বৃদ্ধি পেলে কেমন দেখায় এ বিষয়ে আমরা অনেকেই নাকের মাংস বৃদ্ধির ছবি দেখতে চায়। আপনাদের জানার সুবিধার্থে নাকের মাংস বৃদ্ধির ছবি নিচে উল্লেখ করা হলো।

ছবিঃ raillynews.com

ছবিঃ news24bd.tv

নাকের মাংস বাড়লে কি করনীয়ঃ উপসংহার

নাকের মাংস বাড়লে কি করনীয়? নাকের মাংস কমানোর হোমিও ঔষধ, নাকের মাংস কমানোর ঔষধ, নাকের মাংস বৃদ্ধি ড্রপ, নাকের মাংস কমানোর ঘরোয়া উপায়, নাকের মাংস বৃদ্ধির ছবি, নাকের মাংস বৃদ্ধি ড্রপ, নাকের মাংস বৃদ্ধির অপারেশন খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বিষয়গুলো জানতে পেরেছেন।

আপনাদের বিষয়গুলো জানাতে পেরে আমরা আনন্দিত। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্টিকেলে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ।২০৮৭৬

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url