এপেন্ডিসাইটিস কেন হয় - এপেন্ডিসাইটিস হলে করনীয়

আপনি কি জানেন এপেন্ডিসাইটিস কেন হয় এবং এপেন্ডিসাইটিস হলে করনীয় কী? এপেন্ডিসাইটিস আমাদের সবার কাছেই একটি পরিচিত শব্দ। কিন্তু আমরা অনেকেই জানি না এপেন্ডিসাইটিস কেন হয় এবং এপেন্ডিসাইটিস হলে করনীয়। তো চলুন তাহলে দেখে নেই এপেন্ডিসাইটিস কেন হয় এবং এপেন্ডিসাইটিস হলে করনীয় গুলো কী?

পেজ সূচিপত্রঃ এপেন্ডিসাইটিস কেন হয় এবং এপেন্ডিসাইটিস হলে করনীয় কী তা ছাড়াও এই আর্টিকেলে আপনাকে আরো কিছু বিস্তারিত তথ্য দেওয়া হবে।

এপেন্ডিসাইটিস কেন হয় 

আমরা অনেকেই মনে করে থাকি যে এপেন্ডিক্স হয়তো নতুন করে তৈরি হয় আমাদের শরীরে। কিন্তু এই ধারণা ভুল। এপেন্ডিক্স আমাদের শরীরে জন্ম থেকেই থাকে। এটি আমাদের শরীরের একটি অকেজো অংশ যা কোনো কাজেই লাগে না।

এখন কথা হলো কখন এই এপেন্ডিক্সে সমস্যা হয় বা আপনাদের ভাষায় এপেন্ডিসাইটিস কেন হয়। এপেন্ডিসাইটিস কেন হয় এই প্রশ্ন এখনও আমাদের অনেকেরই অজানা। এপেন্ডিসাইটিস কেন হয় তা আজকে শুরুতেই বলা হবে। চলুন তাহলে এই পর্বে জেনে নিই এপেন্ডিসাইটিস কেন হয়ঃ

এপেন্ডিক্সে নিঃসরণ হয়। এই নিঃসরণ আবার একটি ছিদ্র দিয়ে খাদ্যনালীতে প্রবেশ করে। কোন ভাবে যদি এই ছিদ্র বন্ধ হয়ে যায়। তাহলে এপেন্ডিক্সের সংক্রমণ হওয়ার আশংকা বাড়তে পারে। শক্ত পায়খানা বা অন্য কোনো কারণে এই মুখটি বন্ধ হয়ে যেতে পারে। মুখটি বন্ধ হয়ে গেলে ভেতরের নিঃসরণ গুলো জমা হতে থাকবে। এবং আস্তে আস্তে একসময় রক্ত চলাচল বন্ধ হয়ে ফেটেও যেতে পারে। 

এপেন্ডিক্স ফেটে গেলে পুরো পেটের মধ্যে এই জীবাণু গুলো ছড়িয়ে পড়বে এবং রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে।

এপেন্ডিসাইটিস এর লক্ষণ

এপেন্ডিসাইটিস এর লক্ষণ গুলো প্রত্যেকের ই আগে থেকেই জেনে রাখা ভালো। এপেন্ডিক্সের সংক্রমণ হলে কিভাবে বুঝবেন সেজন্য আপনাকে এপেন্ডিসাইটিস এর লক্ষণ গুলো জানতে হবে। এপেন্ডিসাইটিস এর লক্ষণ গুলো এ পর্বে বলা হবে। এপেন্ডিসাইটিস এর লক্ষণ: 

  • এপেন্ডিসাইটিস এর লক্ষণ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পেটে ব্যথা। এক্ষেত্রে প্রথমে নাভীর চারপাশে বা কিছুটা ওপরে ব্যথা হবে। এরপর পেটের নিচে ডান দিকে এত পরিমাণে ব্যথা হবে যে পেটে হাত পর্যন্ত লাগাতে দিবে না রোগী। 
  • অনেকদিন যাবত পায়খানা শক্ত হওয়া এপেন্ডিসাইটিস এর লক্ষণ 
  • পেট ব্যথার পাশাপাশি হালকা জ্বর ও বমি হওয়া 

এপেন্ডিসাইটিস কোন পাশে হয় 

এপেন্ডিসাইটিস আমাদের পেটের ডান পাশে থাকে। কিন্ত এপেন্ডিসাইটিস এর পেটে ব্যথা বিভিন্ন স্থান হতে পারে। এর সঙ্গে এপেন্ডিসাইটিস কোন পাশে হয় তার কোনো সম্পর্ক নেই। 

এপেন্ডিসাইটিস ফেটে গেলে কি হয় 

প্রায় ই শোনা যায় এপেন্ডিসাইটিস ফেটে যাওয়ার কথা। এপেন্ডিসাইটিস ফেটে গেলে কি হয়? তা এই আর্টিকেলের শুরুতেই একবার বলা হয়েছে। তারপরও এখন আবার বিস্তারিত ভাবে বলবো এপেন্ডিসাইটিস ফেটে গেলে কি হয়। এপেন্ডিসাইটিস যদি কোনো ভাবে ফেটে যায় তাহলে এর ভিতরের জমে থাকা দূষিত পদার্থ টি পুরো পেটে ছড়িয়ে যায়। ফলে রোগীকে বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়তে পারে। 

এপেন্ডিসাইটিস ফেটে গেলে কি হয়? তা আপনাকে বলা হয়েছে। এপেন্ডিসাইটিস ফেটে গেলে কি হয় তা ছাড়াও এরপর দেখানো হবে এপেন্ডিসাইটিস ছবি। 

এপেন্ডিসাইটিস ছবি 

আপনারা অনেকেই এপেন্ডিসাইটিস ছবি দেখতে চেয়েছেন। এপেন্ডিসাইটিস ছবি: 

ছবিটি নেয়া হয়েছে: Mayo clinic ওয়েবসাইট থেকে।এপেন্ডিসাইটিস ছবি আপনাকে দেখানো হয়েছে। আশাকরি এপেন্ডিসাইটিস ছবি দেখতে পেয়েছেন।

এপেন্ডিসাইটিস হলে করনীয় বা এপেন্ডিসাইটিস প্রতিরোধ  

আপনি কি জানেন, এপেন্ডিসাইটিস হলে করনীয় কী? জানতে চাইলে এই ধাপটি পড়ুন। কেননা এই ধাপে বলা হবে এপেন্ডিসাইটিস হলে করনীয়। এপেন্ডিসাইটিস হলে করনীয়ঃ

এপেন্ডিসাইটিস হলে করনীয় হলো কোনো ভাবেই দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে কোনো ভাবেই দেরি করা উচিত নয়। মত দেরি করা হবে ততই এটি ফেটে যাওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এপেন্ডিক্স অপারেশন করে ফেলে দেওয়া হয়। 

শেষ কথাঃ এপেন্ডিসাইটিস কেন হয় - এপেন্ডিসাইটিস হলে করনীয়

আমার নিজস্ব মতামত হতে বলছি, এপেন্ডিসাইটিস এর লক্ষণ ধরা পড়লেই যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হবেন। এক্ষেত্রে বাসায় বসে অপেক্ষা না করাই ভালো। এই ছিল আমাদের আজকের আর্টিকেল। এই আর্টিকেলে আপনাকে বলা হয়েছে এপেন্ডিসাইটিস কেন হয় ও এপেন্ডিসাইটিস হলে করনীয় সম্পর্কে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url