রুহ সৃষ্টির ইতিহাস - রুহ কিসের তৈরি
রুহ কি এবং কেমন
রুহ কি এবং কেমন তা অনেকেরই অজানা। এটা জানার জন্য ইন্টারনেটে সার্চ করেছেন কিন্তু সঠিকভাবে কোথাও জানতে পারেন নি তাই আপনাদের জানানোর জন্য আজকের এই আর্টিকেলটি লেখা। আমরা জানি মহান আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং আমাদের সৃষ্টি করার পরে আমাদের শরীর এবং ভিতরে রুহ দিয়ে একটি পরিপূর্ণ মানুষ তৈরি করেছেন। রুহ এর মাধ্যমে আমাদের জীবিত করে রাখেন মহান আল্লাহ। রুহ টা আমাদের শরীরের ভেতরে থাকে যেটা কখনো দেখা যায় না।যেটার দ্বারা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন সেটাই হলো রুহ।
আবার অনেকে জানতে চান রুহ কেন দেওয়া হয়েছে।রুহ দেওয়ার একটি মাত্রই কারণ হলো আমরা যেন এই দুনিয়াতে বেঁচে থাকতে পারি যখন আমাদের রুহ থাকবে না তখন আমরা মৃত। একসময় আমাদের সকলের রুহ আবার মহান আল্লাহ নিয়ে নিবেন আর তখন আমরা মৃত্যুবরণ করবো। আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য মূলত রুহ দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পারলেন রুহ কি এবং কেমন। এখন আপনাদের নিচের অংশে জানাবো রুহ সৃষ্টির ইতিহাস।
রুহ সৃষ্টির ইতিহাস
আমাদের সকলের ভিতর রুহ রয়েছে। এই রুহ এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মানুষ সৃষ্টি করার অনেক আগে থেকেই রুহ সৃষ্টি করেছেন এবং সেটার আরেকটি জগত রয়েছে। সেই জগতে শুধু রুহু দের বসবাস। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ভেতরে রুহ দিয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন।
যখন আমাদের দেহ থেকে রুহ বের হয়ে যাবে তখন আমাদের শুধু লাশটা পড়ে থাকবে রুহ ছাড়া মানুষের কোন অস্তিত্ব নেই। মহান আল্লাহ আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার ভেতরে নিজ হাতে রুহ দিয়ে দিয়েছেন। এবং তারপর ইবলিশ শয়তানকে বলেছিলেন যে আদমকে সেজদা করার জন্য কিন্তু আদম কে ইবলিশ শয়তান সিজদা করেনি।
তখন আল্লাহ বলেছিলেন আমি আদমকে নিজ হাতে তৈরি করেছি এবং তার ভেতর রুহ দিয়েছি কিন্তু তুমি তাকে সেজদা করলে না কেন তুমি কি অহংকারী। আল্লাহর রুহ তৈরি করেছেন এবং তার হুকুমে মানুষদের ভেতর রুহ দেওয়া হয় এবং তার হুকুমে রুহ বের করে নেওয়া হয়।
রুহ কিসের তৈরি
রুহ কিসের তৈরি এই বিষয়টি অনেকেই অজানায় তাই এ বিষয়ে জানার জন্য অনেকে ইন্টারনেটে সার্চ করে থাকে কিন্তু ভালোভাবে জানতে পারে না যে রুহ কিসের তৈরি। তাই আপনাদের জানানোর জন্য আজকের আর্টিকেলের এই অংশে বলবো রুহ কিসের তৈরি।
রুহ মহান আল্লাহর একটি আদেশ মাত্র এবং রুহ কিসের তৈরি সেটা জানা যায়নি এটা একমাত্র আল্লাহই জানেন এবং এবং এ সম্পর্কে আল্লাহ মানুষকে কম জ্ঞান দান করেছেন। সেজন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে যে রুহ আল্লাহর একটি আদেশ মাত্র।
রুহের জগতের ওয়াদা
রুহ সৃষ্টির ইতিহাস আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন। কিন্তু আমাদেরকে সৃষ্টি করার আগে মহান আল্লাহ রুহের জগত সৃষ্টি করেছিলেন এবং সেখানে সবাই আমরা আল্লাহর কাছে একটি ওয়াদা করেছিলাম। কিন্তু সেই ওয়াদাটা কি আমরা সবাই জানিনা তবে আমাদের জানা প্রয়োজন রুহের জগতের ওয়াদা।
যখন আল্লাহ আদমের পৃষ্ঠদেশ থেকে তার সকল সন্তানদের বের করলেন এবং সকলকে একত্র করে বললেন আমি কি তোমাদের একমাত্র রব নই। তখন সবাই উত্তর দিল হ্যাঁ আপনি একমাত্র আমাদের সকলের রব। আমরা এই কথা সাক্ষ্য দিচ্ছি। (সূরা আরাফ - আয়াত ১৭২)
দুনিয়াতে আসার আগে সকল মানুষ এই ওয়াদাটা করে আসে কিন্তু দুনিয়াতে আসার পরে বিভিন্ন কারণে তারা আল্লাহর সেই ওয়াদাটাকে ভুলে যায় এবং বিভিন্ন রকম খারাপ কাজ করতে থাকেন। তাই আমাদের সবাইকে এসব খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং রুহের জগতের ওয়াদা মেনে চলতে হবে।
রুহের রহস্য
রুহ সৃষ্টির ইতিহাস রুহের রহস্য হলো রুহ এমন একটি রহস্য ময় জিনিস যা আমরা কখনোই দেখতে পারিনা এবং পৃথিবীতে এত কিছু সৃষ্টি হয়েছে কিন্তু কেউ কখনো এই রুহ সৃষ্টি করতে পারবে না।রুহ কেমন সেটা একমাত্র আল্লাহ ভাল জানেন। পৃথিবীতে অনেক ক্যামেরা এবং কম্পিউটার তৈরি হয়েছে যেগুলো মানুষের শরীরের ভেতর সকল কিছু দেখতে পারে। কিন্তু রুহ এমন একটি রহস্যময় জিনিস যা কোন ক্যামেরা কিংবা কম্পিউটারের মাধ্যমে দেখতে পাওয়া সম্ভব নয় বা কেউ দেখতে পায়নি আজ পর্যন্ত।
রুহের খাবার কি
রুহ কিসের তৈরি এবং রুহ সৃষ্টির ইতিহাস তা আপনারা খুব ভালোভাবে জানতে পেরেছেন আসলে রুহ কেমন সেটা কেউ বলতে পারবে না কোন বিজ্ঞানী এটা নিয়ে আজ পর্যন্ত গবেষণা করতে পারেনি। রুহ একমাত্র আল্লাহর আদেশে চলে। তাই বলা যায় রুহ শুধুমাত্র আল্লাহর আদেশ। রুহের খাবার কি? রুহের খাবার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি আল্লাহর এবাদত করা নামাজ কালাম পড়া। এগুলোই মূলত রুহের খাবার।
রুহ সৃষ্টির ইতিহাস - রুহ কিসের তৈরিঃ শেষ কথা
বন্ধুরা আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন রুহ কি এবং কেমন রুহ সৃষ্টির ইতিহাস রুহ কিসের তৈরি রুহের জগতের ওয়াদা রুহের রহস্য রুহের খাবার কি এ সকল বিষয়ে। আশা করছি এ সকল বিষয়ে জানতে পেরে আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের আর্টিকেলটি পড়ার পরে এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবং এরকম আরো নতুন নতুন আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url