সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি
সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি - সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোটি
সন্ধি এমন একটি জিনিস যা সহজেই সবার মগজে ঢুকে না। তবে আপনি যদি নিয়মিত সন্ধি শিখার চেষ্টা করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর একবার যদি শিখতে পারেন তাহলে এগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে। সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি অনেকে জানতে চেয়ে থাকেন। তাই এখন আপনাদের বলবো সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি?
বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি
সন্ধির অনেক নিয়ম রয়েছে আবার এমনও হয়েছে যেগুলো কোন নিয়ম মানে না এবং কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়ম আছে কিন্তু সেই নিয়মগুলো অন্য সাধারণ নিয়মিত থেকে অনেকটা আলাদা। আর সেজন্য এই সকল সন্ধিকে বলা হয় বিশেষ নিয়মে সাধিত সন্ধি। এগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি নয় নিপাতনে সিদ্ধ সন্ধির কোন নিয়ম নেই কিন্তু এই সন্ধির নিয়ম রয়েছে। এখন আপনাদের বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি সেটার কিছু ব্যাখ্যা দেখাবো।
বিশেষ নিয়মে সাধিত সন্ধি গুলো হলোঃ
উৎ+স্থাপন = উত্থাপন
পরি+কার = পরিষ্কার
উৎ + স্থান = উত্থান
সম + কার = সংস্কার
সম + করণ = সংস্করণ
সূত্রঃ ananybangla.com
সন্ধি বিচ্ছেদ - ব্যঞ্জন সন্ধি বিচ্ছেদ
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না
নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি সঠিক
যে সন্ধি ব্যাকরণের কোন নিয়ম মানে না এবং নিয়ম অনুসারে হয় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি সঠিক এগুলো হলোঃ
আ + চর্য = আশ্চর্য
কুল + অটা = কুলটা
অন্য + অন্য = অন্যান্য
গো + অক্ষ = গবাক্ষ
এগুলোই মূলত নিপাতনে সঠিক সিদ্ধ সন্ধি। সন্ধি আপনি যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে এগুলো আপনার কাছে সহজ লাগবে। আর না শিখতে পারলে অনেক কঠিন মনে হবে।
আশা করছি আজকের পোস্ট টি পড়ে আপনারা ভালোভাবে জানতে পারলেন সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি এবং নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি সঠিক এই বিষয়ে।
সূত্রঃ sattacademy.com
সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটিঃ শেষ কথা
প্রিয় বন্ধুরা আজকের পোস্ট থেকে আপনারা জানতে পারলেন সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি সন্ধি বিচ্ছেদ ব্যঞ্জন সন্ধি বিচ্ছেদ সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোটি কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি সঠিক এই সকল বিষয়ে।
আশা করছি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং আরো আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url